শ্রীনগর বিমানবন্দরে (Srinagar Airport) কার্যত তাণ্ডবলীলা চালালেন ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক। স্পাইসজেটের কর্মীদের মেরে ভাঙলেন মেরুদণ্ড, চোয়াল। গুরুতর আহত অবস্থায় তাঁরা ভর্তি রয়েছেন হাসপাতালে। ইতিমধ্যেই ও যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাঁদের সহযোগিতার জন্য এগিয়ে এলেন ভারতীয় সেনাও। রবিবাবর সেনার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিমান সংস্থার কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। সেক্ষেত্রে ভারতীয় সেনার পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আহত ৪ কর্মী

এই নিয়ে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়, গত ২৬ জুলাই শ্রীনগর বিমানবন্দরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনায় বিমান সংস্থার কিছু কর্মী আহত হয়েছিলেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। ভারতীয় সেনাবাহিনী শৃঙ্খলা এবং আচরণের সর্বাধিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যে অভিযোগ সেনাকর্তার বিরুদ্ধে উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এই মামলার তদন্তে সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শ্রীনগর বিমানবন্দরে সেনাকর্তার হামলা

প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে গত ২৬ জুলাই। অভিযোগ, সেনাকর্তা শ্রীনগর থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমান ধরতে এসেছিলেন। কিন্তু তাঁর লাগেজের ওজন ছিল ১৬ কেজি। কিন্তু নিয়ম অনুযায়ী ৭ কেজি অধিক ওজনের লাগেজ হলে অতিরিক্ত টাকা দিতে হবে। কিন্তু সেই টাকা দিতে রাজি ছিলেন না ওই সেনাকর্তা। আর এই নিয়ে আধিকারিকের সঙ্গে বিমান সংস্থার কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। এরমধ্যেই অভিযুক্ত আধিকারিক রাগের মাথায় কর্মীদের মারধর করতে শুরু করে। আর এই ঘটনায় আহত হন কমপক্ষে ৪ বিমান কর্মী।