
একদিকে পাকিস্তানের শুধু বড় বড় বুলি। ভারতের ওপর হামলা হোক বা ইন্ডিয়ান আর্মির (Indian Army) হামলাকে ঠেকানো নিয়ে সারবত্তাহীন দাবি করলেও কোনও তথ্যপ্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি পাক সরকার, সেনা আধিকারিকরা। সেখানে অন্যদিকে বেশি কথা না বলে তথ্যপ্রমাণ দিয়ে ভারতীয় সেনারা বুঝিয়ে দিয়েছে পাকিস্তান কতটা মিথ্যাবাদী। এর আগে সেনাপ্রধানরা সাংবাদিক বৈঠকে স্যাটেলাইনট ইমেজের ছবি দেখিয়ে প্রমাণ দিয়েছে যে পাকিস্তানের কোথায় কোথায় হামলা করেছিল ভারত।
প্রকাশ্যে ভারতীয় সেনার ভিডিয়ো
এবার ভারতীয় সেনার পক্ষ থেকে ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনা হল। সেখানে দেখানো হয়েছে পাক ড্রোন, মিসাইল হামলা কীভাবে প্রতিরোধ করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। তা ছাড়াও পাকিস্তানের কোথায় কোথায় হামলা করে তাঁদের নকশা কিভাবে বদলে দেওয়া হয়েছে, তার ছবি।
দেখুন ভারতীয় সেনার ভিডিয়ো
Western Command - Indian Army tweets,
"Enemy Missiles neutralised... Indian Army - impregnable wall of fire!" @adgpi | @DefenceMinIndia | @SpokespersonMoD pic.twitter.com/giLAKNtC6i
— All India Radio News (@airnewsalerts) May 18, 2025
অপারেশন সিঁদুর
পহেলগাম হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এরমধ্যেই পাক সেনা কখন চিনা ড্রোন, আবার কখনও তুরস্কের ড্রোন দিয়ে ভারতের ওপর হামলার চেষ্টার করেছিল। যা প্রতিরোধ করে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। পাল্টা পাকিস্তানে্র সেনা ঘাঁটি, এয়ার ডিফেন্স সিস্টেম নিমেশের মধ্যে চুরমার করে দেয় ভারতীয় সেনায