নয়াদিল্লি: চিন সীমান্তের (China Border) তথ্য পাকিস্তান দূতাবাসের (Pakistan embassy) কর্মী ও আইএসআই গুপ্তচরকে (ISI Spy) বিক্রির অভিযোগে ধরা পড়েছে এক জওয়ান (soldier)। তার কোর্ট মার্শালের (court martial) প্রক্রিয়া (proceedings) শুরু করতে চলেছে ভারতীয় সেনা (Indian Army)। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ভারতের উত্তরপ্রান্তে থাকা চিন সীমান্তে ভারতীয় সেনার গোপন তথ্য নয়াদিল্লিতে (New Delhi) অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক আইএসআই গুপ্তচরের কাছে বিক্রি করার।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সিগন্যালম্যান (Signalman) আলিম খান চিনের সঙ্গে থাকা সীমান্ত এলাকায় কর্তব্যরত ছিল। সেই সুযোগে সেখানকার ভারতীয় সেনার কিছু গোপন তথ্য (secret information) সে পাকিস্তানি গুপ্তচরকে জানিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই অভিযুক্ত আলিম খানের বিরুদ্ধে সামারি কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করা হবে।
নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মী ও আইএসআই গুপ্তচর আবিদ হুসেন ওরফে নায়েক আবিদকে গোপন তথ্য সরবরাহ করার সময় নিরাপত্তা সংস্থাগুলি ভারতীয় সেনাকর্মী আলিম খানকে গ্রেফতার করে। গোপন তথ্যের এর জন্য পাকিস্তানের নাগরিক আবিদ আলিমকে ১৫ হাজার টাকাও দিয়েছিল।
সূত্রের খবর, উত্তর প্রান্তের ভারত-চিন সীমান্তে কিছুদিন ধরে দুই দেশের সেনাই আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। তাই এই মুহূর্তে ভারতীয় সেনার কর্মকাণ্ডের খবর যদি বিপক্ষ পেয়ে যায় তাহলে তাদের সুবিধা হবে। তাই এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে ভারতীয় সেনা। ফলে ওই সেনাকর্মীর কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার সম্ভাবনাই বেশি।