কাশ্মীরের জঙ্গলে জঙ্গলে শুরু সেনা বাহিনীর অভিযান (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সকালেই নাম না নিয়ে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিহারে পঞ্চায়েতরাজ দিবসের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মোদী সাফ জানান, কাউকে ছাড়া হবে না। আর এরপরই কি অ্যাকশন মুডে ভারতীয় সেনা? কাশ্মীরের বিভিন্ন এলাকায় অভিযানে নেমে পড়েছে ভারতীয় সেনা। কাশ্মীরের বিশেষ দলের সাহায্য নিয়ে চলছে যৌথ অভিযান। পহেলগাঁওয়ে পাইনের জঙ্গলে চলছে তল্লাশি। অন্যদিকে পাক সেনার মহড়ার মাঝে আইএনএস সুরাট থেকে পরপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত।\

কাশ্মীরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা

পহেলগাঁও জঙ্গি হামলার পরই জম্মু কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এলাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা। নতুন করে তৈরি করা হয়েছে সেনা ছাউনি। আকাশপথেও চলছে নজরদারি। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল দুপুরবেলা পহেলগাওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। যার মধ্যে ছিলেন তিন বঙ্গ সন্তান। স্ত্রী সন্তানদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা। স্বামীকে হারান সদ্য বিবাহিতা স্ত্রী। পহেলগাঁওর এই নৃশংসতা এক কথায় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আতঙ্কে কাঁপছেন কাশ্মীরে আটকে পড়া পর্যটকেরা।

 অ্যাকশন মুডে ভারতীয় সেনা, পহেলগাঁওয়ের পাইনের জঙ্গলে শুরু অভিযান