শ্রীনগর, ৯ সেপ্টেম্বর: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে টোকার চেষ্টা করে একেবারে মারা পড়ল পাক সেনা ও জঙ্গিদের একটি দল। মাসখানেক আগে ঘটনাটি ঘটেচে উপত্যকার কেরন সেক্টরে। সেই সময়ই গোটা ঘটনাকে ক্যামেরা বন্দি করেছিল সেনার ড্রোন। এবার সেই ভিডিও প্রকাশ হতেই ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এমনিতেই জম্মু কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্টেটাস তুলে নেওয়ার পর থেকে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক সেনা ও জঙ্গিরা। ভারতও তার জবাব দিচ্ছে। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর কর্মদক্ষতা প্রকাশ্যে এল। সেখানে পাকিস্তানের পতাকা হাতে সেনা ও জঙ্গিদের পিছু হটতে দেখা গিয়েছে। সেইসঙ্গে অনুপ্রবেশ করতে গিয়ে খতম হওয়া সেনা ও জঙ্গিদের দেহের ভিডিও তোলা হয়েছে।
সেইসঙ্গে তারা যে অস্ত্র সঙ্গে করে নিয়ে এসেছিল, তাও ধরা পড়েছে এই ভিডিওতে। উপত্যকা থেকে ৩৭০ ধারা তুলে দিতে না দিতেই আগস্টের প্রথম সপ্তাহে কেরন সেক্টর দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা হয়। তখনই ভারতীয় সেনাদের গুলির ঝাপটায় নিকেশ হয় পাক বাহিনীর ৫-৭ জন। যাদের মধ্যে আবার চার জন জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে। সেনা-জঙ্গি জুটিয়ে পাকিস্তানের ব্যাটের নাশকতার চেষ্টা ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পিছু হটা পাক বাহিনীকে উদ্দেশ্য করে ভারতীয় জওয়ানরা বলেন, “আমাদের গুলিতে নিকেশ হয়েছে তোমাদের দলের ৫-৭ জন। সাদা পতাকা উড়িয়ে এসে দেহগুলো তোমরা নিয়ে যেতে পারো।” পাকিস্তানের তরফ থেকে যদিও এই ডাকে সাড়া দেওয়া হয়নি।
#WATCH: Indian Army foiled an infiltration attempt by a Pakistani BAT(Border Action Team) squad along the Line of Control in Keran Sector of Kupwara in the 1st week of Aug. Bodies of eliminated Pakistani Army regulars/terrorists along with equipment seen in video.#JammuAndKashmir pic.twitter.com/kXKsJskVs0
— ANI (@ANI) September 9, 2019
ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, গত ৩১ জুলাই থেকেই কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের ব্যাট বাহিনী। ওই দলে রয়েছে জইশ শিবিরের জঙ্গিরাও। নিহতদের কাছ থেকে স্নাইফার রাইফেল ও আইইডি বিস্ফোরক পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই জইশ জঙ্গি। বাকিরা পাক সেনা। অনুপ্রবেশ রোখা গেলেও নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও আত্মগোপন রয়েছে একাধিক জইশ জঙ্গি। ফের নাশকতার চেষ্টা চালাতে পারে তারা। ১৫ জন জইশ জঙ্গির একটি দল খাইবার পাখতুনখোয়ার জামরুদে সেনা প্রশিক্ষণ নিয়ে জইশের নানা শিবিরে ছড়িয়ে পড়েছে। ব্যাট বাহিনীর মদতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তাদের একটা বড় অংশ।