Photo Credits: ANI

রাজৌরি: রাজৌরিতে এনকাউন্টার (Rajouri encounter) চলাকালীন ভারতীয় সেনার কুকুর ডোমিনো (Indian Army dog Domino) ও তার হ্যান্ডেলার (Handler) ল্যান্সনায়েক লাকি কুমারকে (Lance Naik Lucky Kumar) নর্দান আর্মি কমেনডেশন কার্ডে Northern Army Commendation Card) পুরস্কৃত করল ভারতীয় সেনা।

যেখান থেকে রক্তের গন্ধ শুঁকে জ্ঙ্গিদের গোপন আস্তানা খুঁজে বের করেছিল ডোমিনো বা ভারতীয় সেনার কুকুর কে ৯। যার ফলে জঙ্গিটিকে খুঁজে বের করে খতম করা সম্ভব হয়েছিল। শুক্রবার সেখানেই ডোমিনো ও তার হ্যান্ডেলারকে পুরস্কৃত করেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

প্রসঙ্গত উল্লেখ্য, কর্তব্যনিষ্ঠা, অক্লান্ত পরিষেবা ও বীরত্বের জন্য ভারতীয় সেনার সদস্যদের নর্দান আর্মি কমেনডেশন কার্ড দেওয়া হয়ে থাকে। আরও পড়ুন: Terrorist Hideout Video: পাহাড় ও জঙ্গলের মাঝে গোপন জঙ্গি আস্তানায় মিলল চিনা ও পাকিস্তানি গ্রেনেড, দেখুন ভিডিয়ো