Photo credits: Facebook

আর্মি দিবস উপলক্ষ্যে দেশের সেনা ও জওয়ানদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। রাষ্ট্রপতি যিনি সেনার প্রধান কমান্ডার এই দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানান।

তিনি আরও জানান, "ভারতীয় সেনাবাহিনী দেশের সুরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন দন্দ্ব, সন্ত্রাস, প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ক্ষেত্রে মোকাবলার ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহীনি।ভারতীয় সেনাবাহিনীতে এই ধরনের নেতৃত্ব প্রশংসার যোগ্য।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি জানান, "বাইরের দেশের শত্রুর সঙ্গে লড়াই করা হোক বা প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য করা, প্রত্যেক ক্ষেত্রেই বারতীয় সেনাবাহিনীর সদস্যরা অসম সাহসিকতার পরচয় বহন করে। "

প্রতি বছর ১৫ ই জানুয়ারী দিনটিতে ভারতীয় সেনাবাহিনী দিবস হিসেবে পালন করা হয় কারণ এই দিনটিতেই শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ স্যার ফ্রান্সিস রয় বুচারের কাছ থেকে ক্ষমতা হস্তাস্তর হয়েছিল কে এম কারিয়াপ্পার হাতে। যিনি স্বাধীনতা পরবর্তীকালে প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন ভারতের।