'Indian Army Is Like Pakistani Forces' Remark: ‘ভারতীয় সেনা ধর্মের ভিত্তিতে বিচার করে না’__ দুই দেশের সেনাবাহিনী একই রকম, সমাজকর্মী তপন বোসের মন্তব্যের বিরোধিতায় সরব ভারতীয় সেনা
ভারতীয় সেনা (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: যন্তরমন্তরে আয়োজিত সিএএ বিরোধী সভায় ভারতীয় সেনার (Indian army) বিরুদ্ধে তোপ দেগেছিলেন চলচ্চিত্র পরিচালক ও সমাজকর্মী তপন বোস (Tapan Bose)। তিনি বলেছিলেন, “পাকিস্তানি সেনার সঙ্গে ভারতীয় সেনার কোনও পার্থক্য নেই। ভারতীয় সেনা নিজের দেশের লোককেই মারছে।” তপন বোসের এহেন বক্তব্যে বিতর্ক উসকে দিয়েছে। বুধবার প্রতিবাদে মুখর হয়েছে ভারতীয় সেনা। এক বিবৃতিতে জানানো হয়েছে, “ধর্ম বর্ণের ভিত্তিতে ভারতীয় সেনা কোনও ভেদাভেদ রাখে না। সংবাদ সংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকারে সেনাকর্তা জানিয়েছেন, ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যকে মেনে চলে সেনাবাহিনী। জাতীয় মূল্যবোধকে মান্যতা দেয়। জাতীয় স্বার্থকে সুরক্ষিত করে। আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব এবং একতা রক্ষায় সর্বদা নিবেদিত প্রাণ ভারতীয় সেনা।”

এদিকে যন্ত্রমন্তর-এর সিএএ বিরোধী বিক্ষোভে তপন বোস অভিযোগ করেন, “ভারতীয় সেনা পাকিস্তানের সেনার মতোই নিজের দেশের লোককে মারছে। পাকিস্তান আমাদের শত্রু দেশ নয়। আমাদের সেনাবাহিনীও তাই। পাক সেনা পাকিস্তানের লোকজনকে মারছে। আমারদের সেখান এখানকার লোকজনকে মারছে। দুই দেশের সেনার মধ্যে কোনও তফাৎ নেই। দুই দেশের শাসকদল একই রকম।” আরও পড়ুন-Tripura Youth Killed By Coronavirus: করোনা ভাইরাসের থাবা, মালয়েশিয়ায় মৃত ত্রিপুরার যুবক

দিল্লির শাহিন বাগ ও লখনউয়ের সিএএ বিরোধী বিক্ষোভে সরব হয়েছিলেন তপন বোস। বলেন, “বিক্ষোভকারীরা সংবিধান রক্ষায় লড়ছে। আর এই চলতে থাকা আন্দোলনের ভয়ে কাঁটা হয়ে রয়েছে আরএসএস ও বিজেপি।”