Indian Airfield Destroyed Misleading Footage (Photo Credits: X)

নয়াদিল্লি, ১২ মেঃ পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ধ্বংস হয়ে গিয়েছে ভারতীয় বিমানঘাঁটি! পাক সরকারের তরফে সাংবাদিক বৈঠকে দাবি করা সেই তথ্য সম্পূর্ণ ভুল এবং মিথ্যা, স্পষ্ট জানাল পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check)। পাকিস্তান সেনাবাহিনীর ডিজিআইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক বৈঠকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, পাক সেনার (Pakistan Army) বিধ্বংসী হামলা ধ্বংস করে দিয়েছে ভারতের বিমানঘাঁটি। শরীফ চৌধুরীর শেয়ার করা ওই ভিডিও ফুটেজ আসলে পাক সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাড ধ্বংসের ভিডিও। সত্যি তুলে ধরল পিআইবি।

আরও পড়ুনঃ ফের বিতর্কে রণবীর, পাকিস্তানি ভাই-বোনেদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, নেটপাড়ায় হইচই উঠতেই তড়িঘড়ি মুছলেন

২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনার প্রত্যাঘাত হিসাবে মঙ্গলার মধ্যরাতে (৬ এবং ৭ মে) পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনাবাহিনী (Operation Sindoor)। এরপরেই সংঘর্ষে নেমে আসে পাক সেনা। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গুলিবর্ষণ, বসতি এলাকায় ড্রোন, মিসাইল হামলা চালায় পাকিস্তান। কড়া হাতে সেই হামলা ঠেকায় ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। স্থল, জল এবং আকাশ একযোগে প্রতিহত করে পাক সেনাকে। পাকিস্তানি পোস্ট (Pakistani Post) এবং সন্ত্রাসবাদীদের (Terrorist) লঞ্চ প্যাডগুলি ভারতের তরফে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের ৩টি বিমানঘাঁটিও ভারত উড়িয়ে দিয়েছে।

ভারতীয় বিমানঘাঁটি ধ্বংসের মিথ্যা তথ্য প্রচারঃ

ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের বিমানঘাঁটি ধ্বংসের একটি ভিডিওর কয়েক সেকেন্ডের ক্লিপিং সাংবাদিক বৈঠকে তুলে ধরেন ডিজিআইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী। এবং দাবি করেন, ওই ভিডিওটি পাক হামলায় ভারতীয় বিমানঘাঁটি ধ্বংসের ভিডিও। পিআইবি ফ্যাক্ট চেকের তরফে সত্যি প্রকাশ করে জানানো হয়, জাল ফুটেজ তুলে ধরে পাকিস্তান আসলে তার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি ভারতীয় বাহিনীর হামলায় একটি পাকিস্তানি বিমানঘাঁটি ধ্বংসের ভিডিও।