জেড্ডা: সুদানে গৃহযুদ্ধের (Sudan clash) ফলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে সবরকম ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে সুদানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে প্রায় কোনও সমস্যাই হচ্ছে না। দেশে ফেরার পর তাই সেখানে আটকে থাকা ভারতীয়রা সেনাবাহিনী ও কেন্দ্রের জয়গান করছেন।
এর মাঝেই দেখা গেল জেড্ডাতে (Jeddah) একজন প্রৌঢ়া ভারতীয় নাগরিককে হাত ধরে বিমানে (aircraft) উঠতে (board) সাহায্য (help) করছেন ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট হর রাজ কাউর বোপরাই (Indian Air Force’s Flight Lieutenant Har Raj Kaur Boparai)। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে ভিডিয়োটি (video) পোস্ট হতেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত উল্লেখ্য, হর রাজ কাউর বোপারাই হলেন ভারতীয় বায়ুসেনার প্রথম (first) ও একমাত্র মহিলা পাইলট (Woman IAF pilot) যিনি সি-১৭ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট (C-17 transport aircraft) উড়াতে (fly) পারেন। একবারে ৭০ টন পণ্য নিয়ে উড়তে সক্ষম এই এয়ারক্র্যাফটটি। আরও পড়ুন: Sudan Fighting: INS তেগে ফিরছেন ২৯৭ ভারতীয়, উত্তপ্ত সুদান থেকে দেশের মানুষকে ফেরাতে বদ্ধপরিকর সরকার
দেখুন ভিডিয়ো:
#WATCH | Indian Air Force’s Flight Lieutenant Har Raj Kaur Boparai helped a lady to board the aircraft in Jeddah.
She is the first and only woman IAF pilot to fly the C-17 transport aircraft which can carry over 70 tonnes of load in one go. pic.twitter.com/36fxbKM45g
— ANI (@ANI) April 27, 2023