নয়াদিল্লিঃ ১১ বছর পর বিশ্বকাপ (World Cup) এসেছে দেশে। ২৯ জুন টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে ১৭ বছরের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) জিতেছে ভারত (Team India)। জয়ের রেশ এখনও কাটেনি। আর এ বার বিশ্বজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানাতে অভিনব উদ্যোগ জম্মু কাশ্মীর (Jammu Kashmir) পর্যটন বিভাগের। ভারতীয় দলকে জম্মু কাশ্মীরে আমন্ত্রণ জানিয়েছে জম্মুর পর্যটন দফতর। পর্যটন বিভাগের এক্স (X) হ্যান্ডেলে ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়ে লেখা হয়, "বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। উদযাপন চালিয়ে যেতে আমাদের চ্যাম্পিয়নদের জম্মু কাশ্মীরে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারতীয় দলের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠবে কাশ্মীর।" প্রসঙ্গত, এখনও দেশে ফিরতে পারেনি বিশ্বকাপজয়ী ভারতীয় দল। হারিকেন ‘বেরিল’-এর জেরে বাতিল বিমান। বার্বাডোজেই আটকে রয়েছে ভারতীয় দল। চার্টার্ড বিমানে দলকে দেশে ফেরানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, প্রথমে বার্বাডোজ থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল রোহিত-বিরাটদের। সেখান থেকে দুবাইয়ের মাটি ছুঁয়ে মুম্বইয়ে ফেরার কথা। কিন্তু ‘বেরিল’-এর জেরে সব পরিকল্পনাই আপাতত স্থগিত। এদিকে ঘরের ছেলেদের ঘরে ফেরার আশায় মুখিয়ে রয়েছে আপামর ভারতবাসী।
STORY | Tourism department invites T20 World Cup-winning Indian team to Jammu and Kashmir
READ: https://t.co/8XKMqSxIzF pic.twitter.com/kZNM3vhuLr
— Press Trust of India (@PTI_News) July 1, 2024