নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর: নরেন্দ্র মোদীর জন্মদিনে (Narendra Modi BirthDay) টিকাকরণে রেকর্ড। প্রথমবারের মতো একদিনে ২ কোটির বেশি কোভিড টিকা (COVID-19 Vaccine) দিল ভারত। সরকার আজ ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। ২৪ জুন চিন একদিনে সর্বোচ্চ ২ কোটি ৪৭ লাখ ডোজ টিকা দিয়ে রেকর্ড করেছে। সেই রেকর্ড ছাপিয়ে যেতে পারে ভারত। কারণ, স্বাস্থ্যমন্ত্রকের এক অধিকর্তা জানিয়েছেন গড়ে প্রতি মিনিটে প্রায় ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে।
ন্যাশনাল হেল্থ অথরিটির প্রধান আরএস শর্মা টুইটারে লেখেন, “কোভিডের বিরুদ্ধে টিকাকরণের নিরলস প্রচেষ্টাকে উদযাপন করে, আমরা প্রতি মিনিটে ৪২ হাজার মানুষকে টিকা দিচ্ছি।” শুক্রবার সকাল থেকেই টিকাকরণে জোর দেওয়া হয়। দুপুর দেড়টার মধ্যেই ১ কোটি এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে ২ কোটির গণ্ডি পেরিয়ে যায়। এরপরই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে আড়াই কোটি করা হয়।
Record-breaking pace of vaccination today! 𝟐 𝐜𝐫𝐨𝐫𝐞 people vaccinated today & counting!
⚕An outstanding effort from our health workers.#LargestVaccineDrive#VaccinationDrivepic.twitter.com/jAPZPkbV06
— PIB India (@PIB_India) September 17, 2021
নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনে ২০ দিন ব্যাপী কর্মসূচি পালন করবে বিজেপি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সেবা ও সমর্পণ অভিযান’। ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর জন্মদিন পালন শুরু করে বিজেপি। প্রথমে এই অনুষ্ঠানের নাম ছিল ‘সেবা দিবস’।