Tirumala Temple (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ ইউনেস্কোর (UNESCO) সাইটের সম্ভাব্য তালিকায় স্থান পেল ভারতের সাতটি নতুন স্থান। ইউনেস্কোর তালিকায় ভারতের মোট স্বীকৃতির সংখ্যা বোড়ে দাঁড়াল ৬৯। ভারতের ৭টি স্থাপত্যকে হেরিটেজ কনভেনশনের সম্ভাব্য তালিকায় যুক্ত করা হয়েছে বলে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ওই পোস্টে উল্লেখ করা হয়েছে সম্ভাব্য তালিকাটিও। যাতে উল্লেখ রয়েছে, মহাবালেশ্বর অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড় ও মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপের মতো একাধিক জনপ্রিয় স্থান।

ইউনেস্কোর হেরিটেজ কনভেনশনের সম্ভাব্য তালিকা

  • কর্নাটকের উদুপি জেলার সেন্ট মেরি’জ় আইল্যান্ড ক্লাস্টার
  • মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের মেঘালয়ান এজ কেভস
  • মহারাষ্ট্রের পাঁচগনির ডেকান ট্র্যাপ ও মহাবালেশ্বর
  • অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ন্যাশনাল হেরিটেজ অফ এরা মাট্টি দিব্বালু
  • নাগাল্যান্ডের নাগা হিল অফিওলাইট
  • কেরলের ন্যাচারাল হেরিটেজ অফ ভারকালা
  • অন্ধ্রপ্রদেশের তিরুপতির ন্যাচারাল হেরিটেজ অফ তিরুমালা হিলস

ইউনেস্কোর হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকায় ভারতের ৭ টি নাম