UNGA 2025: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে (UNGA) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) বক্তব্যের পাল্টা তীব্র জবাব দিল ভারত (India)। ভারতের পক্ষ থেকে কুটনীতিক পেতাল গেহলেট (Petal Gahlot) 'রাইট অব রিপ্লাই' ব্যবহার করে শরিফের বক্তব্যকে 'অবাস্তব নাটক' বলে অ্যাখা দিলেন। শাহবাজ শরিফের বক্তব্য আসলে সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছে বলে দাবি ভারতের। শরিফ তাঁর ভাষণে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তোলেন, কাশ্মীর ইস্যু টেনে আনেন, এমনকি ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইককেও 'আগ্রাসন' বলে দাবি করেন। যার জবাবে পেতাল গেহলেট পাকিস্তানের ভণ্ডামি তুলে ধরে বলেন, যে দেশ ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল এবং আজও সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর মদত দিচ্ছে, তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার নৈতিক অধিকার রাখে না।
রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের
গেহলেট পাকিস্তানের অতীত সন্ত্রাসবাদী কার্যকলাপের কথা তুলে ধরেন। ২০০১ সালের সংসদ আক্রমণ, ২০০৮ সালের মুম্বই হামলা সহ একাধিক ঘটনা, যেখানে পাকিস্তানি মদতের প্রমাণ আন্তর্জাতিক মহলে বারবার প্রকাশিত হয়েছে। ভারত সাফ জানায়, পাকিস্তান রাষ্ট্রসংঘের মঞ্চকে মিথ্যা প্রচার আর হিংসাকে বাড়ানোর করার কাজে ব্যবহার করছে। শুধু সন্ত্রাসবাদ নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটও দুবের আক্রমণের কেন্দ্রে ছিল। ভারত জানায়, পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার মুখে, মুদ্রাস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে, দারিদ্র্য ব্যাপক আকার নিয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের উপর অত্যাচার, বলপূর্বক ধর্মান্তর এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগও স্পষ্ট করে তোলেন।
দেখুন রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানে কীভাবে জবাব দিল ভারত
Breaking:
Pakistan must shut down terror camps, hand over terrorists to India, Indian Diplomat @petal_gahlot's right of reply to Pakistan PM Shehbaz Sharif at UNGA
Full address pic.twitter.com/WoxZM93cBl
— Sidhant Sibal (@sidhant) September 27, 2025
জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: নয়া দিল্লি
ভারত ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এই তীব্র কূটনৈতিক জবাবে ভারত পরিষ্কার বার্তা দিল, পাকিস্তানের 'সন্ত্রাসের নীতি' কোনো দিন সফল হবে না। একই সঙ্গে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানানো হয়, যেন তারা পাকিস্তানের দ্বিচারিতা ও সন্ত্রাসবাদে মদতের জন্য তাকে জবাবদিহি করতে বাধ্য করে।