দিল্লি, ২ এপ্রিল: চিন (China) যতই অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বেশ কিছু জায়গার নামকরন করুক না কেন, তাতে সত্যি পালটাবে না। অরুণাচল প্রদেশ ভারতের (India) অবিচ্ছেদ্য অংশ। তাই অরুণাচলের নাম পরিবর্তন করেও সত্যকে পালটানো যাবে না। অরুণাচল নিয়ে ফের চিনকে কড়া বার্তা দিল দিল্লি।
বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নতুন নতুন নামকরণ করে বুদ্ধিহীনের মত চেষ্টা চালাচ্ছে চিন। বেজিংয়ের এই ধরনের প্রচেষ্টাকে বারংবার নস্যাৎ করা হচ্ছে ভারতের তরফে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে স্পষ্ট জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।
আরও পড়ুন: Arunachal Pradesh: চিনের দাবি ভিত্তিহীন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, বেজিংকে কড়া কথা দিল্লির
সম্প্রতি চিনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করা হয়। পাশাপাশি অরুণাচল প্রদেশ জানগাং প্রদেশ বলে দাবি করে বেজিং। যা প্রকাশ্যে আসতেই তার তীব্র নিন্দা করা হয় ভারতের তরফে। ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করে চিন ব্যার্থ প্রচেষ্টা চালাচ্ছে বলেও প্রবল সমালোচনা করা হয় দিল্লির তরফে।