দিল্লি, ২৮ মার্চ: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নিয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক (MEA)। অরুণাচল প্রদেশ ভারতের (India) অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফের চিনকে (China) কড়া বার্তা দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে অরুণাচল প্রদেশ নিয়ে চিনের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে, স্পষ্ট উত্তর দেন তিনি।
শুনুন কী বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র...
#WATCH | MEA Spokesperson Randhir Jaiswal says "Our position on the matter of Arunachal Pradesh has been made very clear time and again. We have also issued statements in this regard. China may repeat its baseless claims as many times as they want. That is not going to change our… pic.twitter.com/mcPS4cnQTJ
— ANI (@ANI) March 28, 2024
রণধীর জয়সওয়াল বলেন, অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের অবস্থান কী, তা বারংবার স্পষ্ট করা হয়েছে। এ বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে একাধিকবার। চিন বার বার অরুণাচল নিয়ে ভিত্তিহীন দাবি করছে। যখনই মনে হয়, চিন নিজেদের মত করে বিবৃতি জারি করে অরুণাচল নিয়ে। তবে চিন যা-ই বুলক না কেন, তাতে ভারতের অবস্থান বদল হবে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ আগেও ছিল, এখনও আছে। ভবিষ্যতেও থাকবে বলে বৃহস্পতিবার ফের স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে।