India Counters China's Objection to Jammu & Kashmir, Ladakh UT Formations: অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কেউ নাক গলাক তা ভারত চায় না, নাম না করেই চিনকে হুংকার বিদেশ মন্ত্রকের
রবীশ কুমার(Photo Credit: IANS)

নতুন দিল্লি, ৩১ অক্টোবর: বৃহস্পতিবারই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। বুধবার এনিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং ভারতের সিদ্ধান্তকে বেআইনি ও অকার্যকর বলেছেন। এদিন সেই বক্তব্যের কড়া জবাব দিল বিদেশ মন্ত্রক। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কেউ নাক গলাক তা দিল্লি চায় না। এদিন এই বক্তব্যই কড়া ভাষায় প্রতিবেশী দেশকে জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার (Raveesh Kumar)। তিনি বলেন, ‘‘চিন হোক বা অন্য কোনও দেশ, আমরা কখনওই চাই না, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলুক। ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে যায় না।”

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের দ্বিখণ্ডিত করণ নিয়ে আগেও আপত্তি তুলেছে চিন।পাকিস্তানের ব পরিবেশের বন্ধু বেজিং মানতে চায় না, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আবার ভারত-চিন সীমান্ত নিয়েও প্রশ্ন তুলে আসছে বরাবর। সেই দাবি আরও জোরালো হয়েছে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পরে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং বেজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘‘ভারত সরকারি ভাবে জম্মু কাশ্মীর ও লাদাখকে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে, তার মধ্যে চিনের কিছু অংশ পড়ছে।’’ তিনি আরও বলেন, চিন দৃঢ় ভাবে এর প্রতিবাদ করছে। এটা বেআইনি এবং এটা কোনও ভাবেই কার্যকরী হবে না। এটা বদল করতে পারবে না যেহেতু এর কিছু অংশ চিনের নিয়ন্ত্রণরেখার মধ্যে।’’ আরও পড়ুন-Bifurcation Of Jammu And Kashmir Is Unlawful: জম্মু কাশ্মীরকে ভেঙে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল আসলে বেআইনি অকার্যকর, মুখ খুলল চিন

গত ৫ আগস্ট ৩৭০ ধারা (370 Article) বিলোপ করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার দিনই সংসদে পেশ হয়েছিল জম্মু-কাশ্মীর বিভাজন বিল। পরের দিন সেই বিল পাশও হয়ে যায়। জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে (Ladakh) আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তখনই সিদ্ধান্ত হয়েছিল, ৩১ অক্টোবর থেকে সরকারি ভাবে আলাদা যাত্রা শুরু করবে দুই কেন্দ্রশাসিত অঞ্চল। আজ সেই দিন, যেদিন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Govornor) হলেন জিসি মুর্মু (GC Murmu)। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হলেন আরকে মাথুর (RK Mathur)।