নতুন দিল্লি, ৫ জুলাই: একদিনে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যায় রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ হাজার ৮৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১৩ জনের। দেশে মোট ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৪৪ হাজার ৮১৪ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯ হাজার ৮৩ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৮ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রক।
গতকাাল পর্যন্ত মোট করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৮৯ হাজার ৬৬। গতকাল পরীক্ষা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৯৩৪। জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আরও পড়ুন: Kulgam Encounter: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিকেশ ২ জঙ্গি, রাজৌরিতে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
India reports the highest single-day spike of 24,850 new COVID19 cases and 613 deaths in the last 24 hours. Positive cases stand at 6,73,165 including 2,44,814 active cases, 4,09,083 cured/discharged/migrated & 19,268 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/I2UAKS1zlv
— ANI (@ANI) July 5, 2020
দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে ২৪ ঘন্টায় ৭ হাজার ৭৪ জন করোনাভাইরাসে আক্নরান্তুত হয়েছেন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। মহারাষ্ট্রর পরই রয়েছে তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাত।