CoronaVirus Spreads In India (Photo Credit: Twitter/ANI)

নতুন দিল্লি, ৬ জানুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৯০ হাজার ৯২৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, দেশে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৬.৪৩ শতাংশ।

দেশে বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৮৫ হাজার ৪০১ জনের। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জনের। দেশে ওমিক্রন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০। তার মধ্যে ৯৯৫ জন সুস্থ হয়েছেন। আরও পড়ুন: Rakhi Prabhudessai Naik Joins TMC: গোয়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাখি প্রভুদেসাই নায়েক

পরিসংখ্যান: 

গত বছরের জানুয়ারিতে শুরু হওয়া দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে গতকাল পর্যন্ত প্রায় ১৪৯ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে ৩ জানুয়ারি থেকে।