গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৭ হাজার ৫৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯১ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ৩৬ হাজার ২৬৭ জনের চিকিৎসা চলছে।
ANI-র টুইট:
#COVID19 | India reports 7,584 fresh cases, 3,791 recoveries, and 24 deaths in the last 24 hours.
Total active cases are 36,267 pic.twitter.com/kwQIIy8K3s
— ANI (@ANI) June 10, 2022