CoronaVirus Spreads In India (Photo Credit: Twitter/ANI)

নতুন দিল্লি, ৫ জানুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৫৮ হাজার ৯৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে ২ লাখ ১৪ হাজার ৪ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮০৩ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৫৫১ জন।

গতকাল ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৮-১৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। মূলত স্কুলগুলি থেকে দেওয়া হয়েছে টিকা। নতুন বছরে কোভিড পরিস্থিতি বেশ খারাপ। আক্রান্তদের ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকতে বলা হচ্ছে। উপসর্গহীনরাও তাই।

আর যাঁরা সংক্রামিতদের কাছাকাছি এসেছেন, তাঁদের অন্তত পাঁচদিনের নিভৃতবাস, মাস্ক ব্যবহার, এবং কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।