নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৬৫২। দেশের করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৯৬ লাখ। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এইমুহূর্তে দাঁড়িয়ে ৯৬ লক্ষ ৮ হাজার ২১২। প্রায় এককোটির গণ্ডি ছুঁতে চলেছে সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৫১২। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৩৯,৭০০।
এখনও পর্যন্ত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৬৮৯। শুরু থেকে এখনও পর্যন্ত ৯০ লক্ষ ৫৮ হাজার ৮২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টায় ৪২,৫৩৩ জন সুস্থ হয়েছেন। ৩ ডিসেম্বর পর্যন্ত দেশে ১৪,৫৮,৮৫,৫১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ১১,৫৭,৭৬৪ জনের করোনা টেস্ট হয়। আরও পড়ুন, 'গাঁজা বিপজ্জনক মাদক নয়', সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের; পক্ষে ভোট ভারতেরও
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেখানে ১৮, ৪২,৫৮৭ জন আক্রান্ত হন।মারা যান ৪৭,৫৯৯ জন। বাংলায় সংক্রমণের ফলে মৃত্যুও এখনও দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। বৃহস্পতিবার ৪৯ জনের মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় তা আবার বেড়ে দাঁড়াল ৫২! সেইসঙ্গে আরেকটি উদ্বেগের জায়গা হল, দৈনিক আক্রান্ত ও দৈনিক সুস্থতার মধ্যে ব্যবধান কমে আসছে। ফলে, অ্যাক্টিভ আক্রান্ত কমলেও তা আশানুরূপ হারে কমছে না। কিন্তু সংক্রমণের হঠাৎ ওঠা-নামা ও মৃত্যু এখনও দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের।