Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর: এক ধাক্কায় অনেকটাই কমে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ৷   গতকাল সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে (Coronavirus Cases In India) পড়লেন ৩৪ হাজার ৯৭৩ জন৷ বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৭ হাজার ৬৮১ জন৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২৬০ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৯৫৪ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬৪৬৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৩ লাখ ৪২ হাজার ২৯৯৷ টিকা করণের আওতায় এসেছেন ৭২ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার ৫৮৬ জন৷ আরও পড়ুন-PM Modi Wishes For Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীতে দেশবাসীর সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী

ভারতে সর্বশেষ করোনা পরিসংখ্যান

উল্লেখ্য, দৈনিক করোনা সংক্রমণের মাপকাঠি প্রতিদিন ওঠা নামা করছে৷ একেবারে ১০ হাজারের ব্যবধান থেকেই যাচ্ছে এই তারতম্যে৷ এদিকে তৃতীয় ঢেউ যে এসে পড়েছে, তা সরকারি ভাবে জানানো হয়েছে৷ আজ গণেশ চতুর্থী উপলক্ষে, বিভিন্ন জায়গায় জনসমাগম হলেও সেখানে কঠোর কোভিড বিধি মানার কথা ঘোষণা করা হয়েছে৷