Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৩৩ হাজার ৩৭৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ১৯৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩৩০ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৯১ হাজার ৫১৬ জনের। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৪৯৭ জন। করোনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৩১৭ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৭৩ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৬৮৮ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ ডোজ। আরও পড়ুন: US Open 2021: আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ

এদিকে বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪৬ লাখ ছাড়াল। বিশ্বে আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৬৫২ জন। সুস্থ হয়েছেন ২০ কোটি ১১ লাখ ৫০ হাজার ২৭৭ জন।