নতুন দিল্লি, ১৩ সেপ্টেম্বর: দেশে ফের কমল দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৭ হাজার ২৫৪ জন৷ গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৭ হাজার ৬৮৭ জন৷ একদিনে দেশে করোনার বলি ২১৯ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫৷ অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩২ জন৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জন৷ আরও পড়ুন-Petrol And Diesel Prices In India On September 13, 2021: পেট্রোল ডিজেল আকাশছোঁয়া, ৮ দিনেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
করোনাভাইরাসের দৈনিক গতিপ্রকৃতি
India reports 27,254 new #COVID19 cases, 37,687 recoveries and 219 deaths in last 24 hours, as per Health Ministry.
Total cases: 3,32,64,175
Active cases: 3,74,269
Total recoveries: 3,24,47,032
Death toll: 4,42,874
Total Vaccination : 74,38,37,643 (53,38,945 in last 24 hours) pic.twitter.com/XYgrQdIr0t
— ANI (@ANI) September 13, 2021
দেশে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৭৪ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৬৪৩ জন৷ যত বেশি টিকাকরণ সম্ভব হবে ততই কমবে মহামারীর ভয়াবহতা৷ কারণ করোনা হলেও শরীর তখন মারণ ভাইরাসকে রুখে দেওয়ার মতো শক্তি সঞ্চয় করে নিতে পারবে৷ বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জনের এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।