Corona Vaccine (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ১ ডিসেম্বর: নিম্নমুখী করোনা সংক্রমণ আশা জাগাচ্ছে। সোমবার সারাদিনে  দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Cornavirus Cases In India) হলেন ৫ হাজার ৭৮৪ জন। এদিনই করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ২৫২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড জয়ীর সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৭৬৩ জন। দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৭৫ হাজার ৮৮৮ জন। এই মুহূর্তে অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৮৮ হাজার ৯৯৩। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৩৩.৮ কোটি জনতা। ধীরে ধীরে ওমিক্রন আতঙ্ক ফিকে হচ্ছে। মহারাষ্ট্র, চণ্ডীগড় ও কর্ণাটকে ওমিক্রন আক্রান্তের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আরও পড়ুন-Lakhimpur Kheri Incident: লখিমপুর খেরির হিংসা পূর্ব পরিকল্পিত, জানাল SIT

করোনার দৈনিক সংক্রমণ

এদিকে অমিক্রনকে ৯০ মিনিটে চিহ্নিত করতে নয়া আরটি পিসিআর টেস্ট কিট আনল আইআইটি দিল্লি। বর্তমানে ওমিক্রনকে চিহ্নিত করতে বিশ্বজুড়ে সিকোয়েন্সিং বেসড পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে। এই টেস্টের ফলাফল জানতে অন্তত তিনদিন অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু আরটি পিসিআর টেস্টের মাধ্যমে ওমিক্রন আক্রান্তের সন্ধান জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র ৯০ মিনিট। অর্থাৎ দেড়ঘণ্টা। ওমিক্রন আক্রান্তদের চিহ্নিত করতে দ্রুত এই প্রক্রিয়া নেওয়া হতে পারে। এজন্য ইতিমধ্যেই আইআইটি দিল্লির তরফে ভারতীয় পেটেন্ট আবেদন পত্র পূরণ করে জমা দেওয়া হয়েছে।