নতুন দিল্লি, ৫ অক্টোবর: রাত পোহালেই মহালয়া। তার আগেভাগে দেশজুড়ে কমল দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus Cases In India)। সোমবার সারদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ১৮ হাজার ৩৪৬ জন। একদিনে ভারতে কোভিডের বলি ২০৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ২ লাখ ৫২ হাজার ৯০২টি। দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৭.৯৩% । গতকাল পর্যন্ত ৫৭ কোটি, ৫৩ লাখ , ৯৪ হাজার ৪২ জনের কোভিড টেস্ট হয়েছে। শুধুমাত্র গতকাল ১১ লাখ ৪১ হাজার ৬৪২ জনের করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন- Mukherjee Family’s Grand Durga Puja ToGo Virtual: করোনা কাঁটায় এবারেও ভার্চুয়াল কাজল, রানির মুখার্জি বাড়ির পুজো
COVID19 | India reports 18,346 new cases in the last 24 hours; lowest in 209 days; Active caseload stands at 2,52,902. Recovery rate currently at 97.93%: Ministry of Health and Family Welfare pic.twitter.com/YImT23Ekqp
— ANI (@ANI) October 5, 2021
COVID19 | The total number of samples tested up to 4th October is 57,53,94,042 including 11,41,642 samples tested yesterday, says the Indian Council of Medical Research pic.twitter.com/pZyriVEzhT
— ANI (@ANI) October 5, 2021
করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজো এবারেও ভার্চুয়ালি দেখতে হবে। পরিবারের সদস্য ভিন্ন বাকিদের প্রবেশ বন্ধ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে মণ্ডপে জনগণের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। উৎসবের মরশুমে যাতে কোভিড সংক্রমণ বেড়ে না যেতে পারে সেজন্য প্রতিটি রাজ্যের মুখ্যসচিব সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।