নতুন দিল্লি, ২৬ অক্টোবর: রাজ্যে যখন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, তখন স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট আশার আলো জাগাচ্ছে। সোমবার ২৫ অক্টোবর সারাদিনে দেশে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ১২ হাজার ৪২৪ জন। এদিকে গতকালই কোভিড জয় করে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছেন ১৫ হাজার ৯৫১ জন। তাই তৃতীয় ঢেউয়ের ভীতির মধ্যে এমন ইতিবাচক তথ্যে একটু হলেও স্বস্তি ফিরেছে। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৪১৬টি। আরও পড়ুন- Lalu Prasad Yadav: ‘ঘিয়ের থেকে মহার্ঘ্য ডিজেল, নীতিশ কুমার প্রধানমন্ত্রী হতে চাইছে, কি লোভ!’
করোনার দৈনিক পরিসংখ্যান
COVID-19 | India reports 12,428 new cases, 356 deaths and 15,951 recoveries in the last 24 hours; Active caseload stands at 1,63,816 pic.twitter.com/KS2NpzFSVf
— ANI (@ANI) October 26, 2021
এদিকে সংক্রমণ ফের বাড়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন করে কনটেনমেন্ট জোন খোলা হচ্ছে। পুজোর মরশুমে লাগামহীন পুজোপরিক্রমাই যে এর জন্য দায়ী, সেবিষযে কোনও সন্দেহ নেই। তবে এনিয়ে রাজ্য প্রশাসনের দিকে সবাই আঙুল তুললেও, কর্তৃপক্ষ নীরব রয়েছে। বরং জেলাস্তরে কোভিড পরীক্ষা ও টিকাকরণ প্রক্রিয়ার হার বাড়ানো হয়েছে।