নতুন দিল্লি, ১৫ নভেম্বর: ফের ১০ হাজারের কোঠায় দৈনিক সংক্রমণ। সোমবার সারাদিনে দেশে নতুন করে কোভিডের কবলে ( Coronavirus cases in India) পড়লেন ১০ হাজার ২২৯ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১২৫ জন। একই দিনে কোভিডকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১১ হাজার ৯২৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৫৩৬। অ্যাক্টিভ কেস ১ লাখ ৩৪ হাজার ৯৬ টি, গত ৫২৩ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস। এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৭৮৫ জন। এতদিনে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৬৩ হাজার ৬৫৫ জন। আরও পড়ুন- Weather Update In West Bengal: সপ্তাহের শুরুতে রাজ্যজুড়ে বৃষ্টি, শীতের পূর্ভাবাস হাওয়া অফিসের
করোনার দৈনিক সংক্রমণ
India reports 10,229 #COVID19 cases, 11,926 recoveries & 125 deaths in last 24 hours as per Union Health Ministry.
Case tally: 3,44,47,536
Active cases: 1,34,096 (lowest in 523 days)
Total recoveries: 3,38,49,785
Death toll: 4,63,655
Total Vaccination: 1,12,34,30,478 pic.twitter.com/lRw3b1Wwvq
— ANI (@ANI) November 15, 2021
এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১১২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৮ জন। অন্যদিকে রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ১০ হাজার ৫৪৯ জন। আর এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ১১ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ১৪৬ জন। এদিকে তৃতীয় ক্লিনিকাল ট্রায়ালে কোভিডের (Covid-19) বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। ল্যানসেট পিয়ার-রিভিউ ( Lancet peer-review) ভারত বায়োটেকের তৈরি এই টিকার কার্যকারিতা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে।