নতুন দিল্লি, ২৫ মার্চ: ক্রমশ ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস (Corona Virus)। আরও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Daily Covid-19 Cases)। গত সপ্তাহ থেকে কোভিডের দাপট কিছুটা বাড়তে শুরু করেছিল। এখন দৈনিক আক্রান্ত দেড় হাজার ছাড়িয়ে ভালই ভয় ধরাচ্ছে কোভিড। গত ১৪৬ দিনের মধ্যে সর্বোচ্চ জায়গায় গেল করোনায় দৈনিক সংক্রমণ। মানে পরিসংখ্যান দেখলে চলতি বছর এখনই করোনা সবচেয়ে ভয়ের জায়গায় আছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫৯০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। গত একদিনে দৈনিক আক্রান্ত বাড়ল ২৯০ জন। আরও পড়ুন-প্রেমিকের সাহায্যে দুই সন্তানকে খুন করে নদীতে দেহ ভাসালেন মা
দেখুন টুইট
India records 1,590 fresh COVID-19 cases, highest in 146 days: Health ministry
— Press Trust of India (@PTI_News) March 25, 2023
করোনা নিয়ে ফের নড়েচড়ে বসতে চলেছে প্রশাসন।