নতুন দিল্লি, ১৯ জুলাই: রবিবারের হিসেব ভয় ধরিয়েছিল, মঙ্গলবারে এসে তাতে কিছুটা স্বস্তি এল। গত রবিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছিল। তখন অনেকেই আশঙ্কা করেছিলেন ভারতে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার মুখে। তবে এরপর টানা দু দিন দেশে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডের কারণে ১৫ হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছেন।
তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ১৭ হাজারের একেবারে কাছে। তবে দৈনিক সংক্রমণ কমলেও সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬১০ জন বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৫৪। গত ২৪ ঘণ্টায় করোনার কারণে দেশে ২৫জন মারা গিয়েছেন। সরকারী হিসেব অনুযায়ী করোনার কারণে এখনও পর্যন্ত ভারতে মোট মৃত্যু দাঁড়িয়ে ৫ লক্ষ ২৫ হাজার ৭৮৫ জন। আরও পড়ুন-বন্ধুর মোবাইল ফোনে জি পে দিয়ে ২২.৩৫ লক্ষ হাতিয়ে নিলেন ব্যক্তি, গ্রেফতার
দেখুন টুইট
India records 15,528 new COVID19 cases today; Active caseload at 1,43,654 pic.twitter.com/VgTiwGrYp6
— ANI (@ANI) July 19, 2022
এদিকে, করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখি হতে শুরু করেছে। রবিবারের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হন ২,৬৫৯ জন। আর তার ২৪ ঘণ্টা পর সোমবারের হিসেবে অনুযায়ী দৈনিক সংক্রমণ দাঁড়ায় ১,৪৪৯ জন। মানে বাংলায় একদিনে করোনা আক্রান্ত কমেছে ১,২১০ জন। শুধু তাই দৈনিক করোনা আক্রান্তের পাশাপাশি কমেছে পজিটিভি রেটও। যদিও এটাও ঠিক কোভিডের নমুনা পরীক্ষার সংখ্যায় অনেকটাই কমে গিয়েছে। শনিবার যেখানে নমুনা পরীক্ষা হয়েছিল ১৫,৪৯২ নমুনা। তার ২৪ ঘন্টার পর কমে হয়েছে ৮,৫৭৩।