Representational Image (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৪ নভেম্বর: চাকরী খোঁজে থাকা মানুষদের কাছে বড় সুখবর। ভারতীয় ডাক বিভাগে হচ্ছে বিপুল নিয়োগ। ভারতের সব ডাক বিভাগের সার্কেল মিলিয়ে মোট ৯৮ হাজার ৮৩টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে ৫৯ হাজার ৯৯ জনকে নেওয়া হবে পোস্টম্যান হিসেবে। ১৪৪৫ জনকে নেওয়া হবে পুরুষ মেলগার্ড বা মেলরক্ষী হিসেবে আর বাকি নিয়োগ হবে অন্যান্য নানা বিভাগে বা কাজের জন্য।

কেন্দ্রীয় টেলি- যোগাযোগ মন্ত্রকের অধীনে ভারতীয় ডাক বিভাগ এই নিয়োগ করবে। বাংলায় পোস্টম্যান হিসেবে ৫ হাজার ২৩১জনকে নিয়োগ করা হবে। আরও পড়ুন-ফেসবুকের ভারতের প্রধান পদ থেকে ইস্তফা অজিত মোহনের

জেনে নিন এই নিয়ে বিস্তারিত

কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন

দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বসা পডু়য়ারা সহ সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পোস্টম্যান পদে আবেদন করতে হলে স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। মেল গার্ড পদে আবেদন করতেও দশম বা দ্বাদশ শ্রেণীতে পাশ করতে হবে, সঙ্গে থাকতে হবে কম্পিউটার নিয়ে বেসিক স্কিল।

কোথা থেকে আবেদন করতে পারবেন?

ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরির আবেদন করতে পারবেন।

দেশজুড়ে কত জনকে নিয়োগ করা হবে

মোট শূন্যপদ- ৯৮ হাজার ৮৩ ডন

পোস্টম্যান পদে-৫৯ হাজার ৯৯ জন

মেলগার্ড- ১৪৪৫ জন

নানাবিধ কাজ বা মাল্টি টাস্ক-৩৭ হাজার ৫৩৯ জন

বেতনক্রম

মাসিক ৩৩ হাজার থেকে ৩৫ হাজার ৩৭০ টাকা।

আবেদনের বয়সসীমা

তিনটি পদেই চাকরির আবেদনের জন্য অন্তত ১৮ বছর হতে হবে। আর ৩২ বছরের ঊর্ধ্বে এই চাকরির জন্যে আবেদন করা যাবে না। তবে এসটি/এসসি-দের ক্ষেত্রে বয়সসীমা পাঁচ বছরের শিথীলতা থাকছে।

বাংলায় ডাকবিভাগে শূন্যপদে কটি

বাংলায় মোট ৯,১৩০টি পদে নিয়োগ করা হবে। তার মধ্যে পোস্টম্যান হিসেবে নেওয়া হবে ৫ হাজার ২৩১ জনকে।