নতুন দিল্লি, ১ জুন: দেশে লোকসভা ভোট শেষের মুখে বৈঠকে বসল বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া শিবিরের নেতারা। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জন খাড়গের দিল্লির বাসভবনে ইন্ডিয়া শিবিরের বৈঠকে ভোট পরবর্তী পরিস্থিতিতে স্ট্র্য়াটেজি ঠিক করতে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে, কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি-র শরদ পাওয়ার, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান জেলবন্দি হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, আরজেডি প্রধান তেজস্বী যাদব, এসপি প্রধান অখিলেশ যাদব, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ন্যাশনল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা সহ অন্যান্য নেতারা। আপ সাংসদ রাঘব চাড্ডা ও সঞ্জয় সিংও উপস্থিত ছিলেন বৈঠকে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কলকাতা সহ বাংলায় ভোট চলায় তিনি ইন্ডিয়া-র এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। তবে তার হৃদয় ইন্ডিয়া শিবিরের বৈঠকে থাকবে বলে মমতা জানিয়েছিলেন।
দেখুন ভিডিয়ো
कांग्रेस अध्यक्ष श्री @kharge के आवास पर INDIA गठबंधन की बैठक हुई।
इस बैठक में CPP चेयरपर्सन श्रीमती सोनिया गांधी, श्री @RahulGandhi समेत INDIA गठबंधन के नेता शामिल हुए। pic.twitter.com/pHDdhw3tsh
— Congress (@INCIndia) June 1, 2024
ইন্ডিয়া শিবিরের এই বৈঠকে ছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী- দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের ভগবন্ত মান ও ঝাড়খণ্ডের চম্পাই সোরেন। বিজেপি আড়াশোর কম আসন পেলে ইন্ডিয়া শিবিরের দলগুলি আরও কিছু দলের সঙ্গে কথা বলে সরকার গঠনের উদ্যোগ নেবে বলে শোনা যাচ্ছে। বিএসপি, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিআরএস-এর মত দলগুলি সরকারীভাবে এনডিএ বা ইন্ডিয়া কোনও জোটেই নেই। বিজেপি আড়াইশোর কম আসন পেলে এই দলগুলি নির্ধারক হয়ে উঠতে পারে।