Tawi River (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৫ অগাস্ট: তাওয়ি নদীর (Tawi River Flood) জলে ভাসতে পারে পাকিস্তান। শত শত্রুতার মাঝেও পাকিস্তানকে এভাবেই সতর্ক করত ভারত। তাওয়ি নদীতে যেভাবে জল বাড়ছে, তার জেরেই এই বর্ষার মরকশুমে পাকিস্তান নচুন করে বন্যার গ্রাসে পড়তে পারে। ইসলামাবাদকে এভাবেই সতর্ক করা হল দিল্লির তরফে।

২২ এপ্রিল পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করে দিল্লি। সিন্ধু জল চুক্তি যেমন স্থগিত করা হয়, তেমনি ইসলামাবাদের (Islamabad) সঙ্গে কোনও ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে না বলে দিল্লির তরফে জানানো হয়।দ্বিপাক্ষিক সম্পর্ক রদ করলেও, তাওয়ি নদীর বন্যা নিয়ে চূড়ান্ত সতর্কতা ভারতের তরফে প্রকাশ করা হল।

দেখুন কীভাবে জল বাড়ছে তাওয়ি নদীর...

 

ইসলামাবাদের যে ভারতীয় দূতাবাস রয়েছে, তার মাধ্যমেই এই সতর্কতা শেহবাজ় সরকারকে জানায় ভারত। যদিও ভারত বা পাকিস্তানের তরফে এ বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।

পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করা হলেও, এবার দিল্লির যে 'গুডউইল গেসচার' বলে মনে করা হচ্ছে।

সিন্ধু জল চুক্তি স্থগিতের পর থেকে পাকিস্তানের হুমকি 

পহেলগাম হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করা হলে, পাক নেতাদের একের পর এক হুমকি প্রকাশ্যে আসতে শুরু করে।  কেউ সিন্ধুর উপর বাঁধ তৈরি হলে, তা পরমাণু বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন।

আবার কেউ বলতে শুরু করেন, সিন্ধু জল চুক্তি স্থগিত হলে, ওই নদী দিয়ে রক্তের ধারা বয়ে যাবে।

সবকিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে নানা ধরনের কুকথা সমানহারে বলে যেতে শুরু করলেও, তাওয়ির সম্ভাব্য বন্যা নিয়ে ইসলামাবাদকে সতর্ক করল দিল্লি।