দিল্লি, ১৩ ডিসেম্বর: অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের (Organisation Islamic Cooperation) পাকিস্তান (Pakistan) সফরের তীব্র নিন্দা করল ভারত। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের জেনারেল সেক্রেটারি হিসেন ব্রাহিম সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যান। পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে হিসেন ব্রাহিম যে মন্তব্য করেন, তার বিরুদ্ধেও সুর চড়ানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, সম্প্রতি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের জেনারেল সেক্রেটারি পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে জম্মু কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেন, তা অনৈতিক। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন জম্মু কাশ্মীর নিয়ে যে মন্তব্য করে, তা ভারতের অখণ্ডতার প্রতি আঘাতের সমান। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই ভারতের অংশ নিয়ে পাকিস্তান সফরে গিয়ে এহেন মন্তব্য অনর্থক বলে তোপ দাগেন অরিন্দম বাগচি। ভারতের (India) অখণ্ডতা নিয়ে পাকিস্তানে গিয়ে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের এই মন্তব্য কখনও মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানান অরিন্দম বাগচি।
আরও পড়ুন: Indian Army's Face Off With PLA: অরুণাচলে ফের ভারতীয় সেনার মুখোমুখি চিনা বাহিনী, আহত বেশ কয়েকজন
এসবের পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়, পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যে মন্তব্য করে, তার জেরে সংশ্লিষ্ট সংগঠন তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের জেনারেল সেক্রেটারি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন, তা কার্যত পাকিস্তানের হয়ে সুর চড়ানোর সমান। হিসেন ব্রাহিম পাক মুখপাত্র হিসেবে নিজের মন্তব্য পেশ করেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে। যা একেবারেই অনৈতিক বলে তোপ দাগেন অরিন্দম বাগচি।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৩ দিনের সফরে যান হিসেন ব্রাহিম। ৩ দিনের সফরে হিসেন ব্রাহিম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেন বলে জানা যায়।