করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বহু ভারতীয় কর্মহীন হয়েছেন। লকডাউন, সংক্রমণের হার বাড়ার ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতির ধাক্কাটা ভারতীয়বাসীর চাকরীর ওপর দিয়ে গিয়েছে। ভারতীয় অর্থনীতির নিয়ন্ত্রক সেন্টার (CMIE)-এর প্রধান মহেশ ভ্যাস (Mahesh Vyas) জানালেন, চলতি বছর এপ্রিল এবং মে মাসে ২২ মিলিয়ন ভারতীয় চাকরি হারিয়েছেন। মানে ২ কোটি ২০ লক্ষ ভারতীয় কর্মহীন হয়ে পড়েছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে। দেশে ৪০ কোটি মানুষ কাজ করেন, তার মধ্যে গত দু মাসে ২ কোটি ২০ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলে CMIE জানিয়েছেন।
We lost 22.7 million jobs in April & May during second wave. Total number of jobs in the country is of the order of 400 million. Of these 400 million people who were employed, 22.7 million lost their jobs in past 2 months:Mahesh Vyas, Chief of Centre for Monitoring Indian Economy pic.twitter.com/fFB04uEYjD
— ANI (@ANI) June 2, 2021