Photo Credits: 10 Downing Street

বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে ওপর মিসাইল হামলা চালিয়েছে ভারত। মূলত ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই লঞ্চ করা হয়েছিল অপারেশন সিঁদুর। এই হামলার পর থেকেই বিশ্বের সমস্ত প্রান্ত থেকেই প্রভাবশালী ব্যক্তিত্বরা বা দেশের পক্ষ বার্তা আসতে শুরু করে। কেউ এই হামলাকে সমর্থন করেছে, আবার কেউ সমর্থন করেনি, আবার কারোর মুখে শোনা যায় যায় মিশ্র প্রতিক্রিয়া। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদপে কার পক্ষে মন্তব্য করেছেন তাই এখনও স্পষ্ট নয়। অন্যদিকে চিনেরও বর্তমান অবস্থান স্পষ্ট নয়। এই অবস্থায় ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) অবশ্য ভারতকেই সমর্থন করেছেন।

ভারতের পাশে ঋষি সুনক

তাঁর মতে, "কোনও দেশের ওপরই সন্ত্রাসী হামলা কাম্য নয়। এক্ষেত্রে তো অপর দেশের মদতপুষ্ট জঙ্গি সংগঠন দীর্ঘদিন ধরেই হামলা করছে। সেক্ষেত্রে সন্ত্রাসী পরিকাঠামোর ওপর ভারতের এই হামলা ন্যায্য। হামলাকারীরা কোনওভাবেই নিজেদের দায় এড়়াতে পারে না"। প্রসঙ্গত, ব্রিটেনে বর্তমানে ঋষি সুনক ক্ষমতায় না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সদ্ব্যবহার রাখেন তিনি। সেই কারণেই। যদিও ব্রিটেনের শাসক দল লেবার পার্টি বা প্রধানমন্ত্রী কিয়ের র্স্টামার এই বিষয়ে এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি।

দেখুন পোস্ট

লক্ষ্য ছিল পাকিস্তানে জঙ্গিঘাঁটিগুলি

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের বাহাওয়ালপুর, মুরিদেক, কোটলি, গুলপুর, সাওয়াই, সারজাল, বারনালা, শিয়ালকোট, মুজাফফরাবাদ মোট ৯টি জায়গায় হামলা করেছে ভারতীয় বায়ুসেনা। এই জায়গাগুলিতে মূলত জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিনের সক্রিয় ঘাঁটি ছিল।