নয়া দিল্লি, ২৩ মেঃ পাকিস্তানি বিমানের (Pakistan Flights) জন্যে ভারতের আকাশসীমা আপাতত বন্ধই থাকছে। আরও বাড়িয়ে দেওয়া হল নিষেধাজ্ঞার মেয়াদ। জম্মু কাশ্মীরের পহেলগামে (Pahalgam Terrorist Attack) পাক জঙ্গি হামলা এবং ২৬ জনের খুনের ঘটনার পর পাকিস্তানের বিমানের জন্যে ভারতের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। প্রাথমিক ভাবে ৩০ এপ্রিল পর্যন্ত পাক উড়ানের জন্যে ভারতীয় আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল।
শুক্রবার ডিজিসিএ একটি নোটাম বা নোটিশ টু এয়ারম্যান জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত পাকিস্তানের জন্যে বন্ধ থাকবে ভারতের আকাশসীমা।
ভারতের আকাশে ঢুকবে না পাক উড়ানঃ
উল্লেখ্য, গত বুধবার দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো (IndiGo) বিমান মাঝ আকাশে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। ২০০ জনের বেশি যাত্রী সেই সময়ে উপস্থিত ছিলেন বিমানে। যাত্রীদের সুরক্ষার কথা ভেবে ইন্ডিগো ৬ই২১৪২ বিমানের চালক দুর্যোগপূর্ণ আবহাওয়া এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি পাকিস্তান খারিজ করে দেয়। হাতে উপায় না পেয়ে বজ্রগর্ভ মেঘের মধ্যে দিয়েই বিমান এগিয়ে নিয়ে যান পাইলট। আকাশের মাঝেই সাংঘাতিক গতিতে দুলতে শুরু করে বিমান। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। বিমানের মধ্যে জরুরি পরিস্থিতি জারি করেন পাইলট। শ্রীনগরে অবতারণের সময়ে ইন্ডিগো বিমানের 'নামের' অংশ ভেঙেও গিয়েছে। এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই যাত্রীরা।
ইন্ডিগোর বিমানকে পাকিস্তানের সাহায্য না করা, যাত্রী বোঝাই বিমানকে সাহায্যের আবেদন প্রত্যাখ্যান করা নিয়ে বিতর্কের মাঝেই পাক উড়ানের উপর নিষেধাজ্ঞা আরও বাড়াল ভারত।