COVID 19 Scare (Photo Credit: File Photo)

দিল্লি, ১২ এপ্রিল: গত কয়েকদিনে করোনা সংক্রমণের মাত্রা বেড়েছে দেশ জুড়ে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণের মাত্রা যখন বাড়ছে, সেই সময়  শোনা গেল আশার বাণী। বর্তমানে ভারত জুড়ে কোভিড যে পর্যায়ে রয়েছে, তাতে এটি স্থানীয় অসুখে পরিণত হচ্ছে। আগামী ১০ দিনে সংক্রমণ বাড়বে বেশ কিছু জায়গায়। তবে ওই সময় লক্ষণীয়ভাবে আক্রান্তের সংখ্যা কমতেও শুরু করবে বলে খবর। বর্তমানে করোনা  সংক্রমণের মাত্রা কিছুটা বৃৃদ্ধি পেলেও, হাসপাতালে ভর্তি এমন রোগীর সংখ্যা মেলা ভার। বর্তমানে যাঁরা করোনায় সংক্রমিত হচ্ছেন,তাঁদের বেশিরভাগ XBB.1.16 এই প্রজাতির কবলে পড়ে অসুস্থ হচ্ছেন। ওমিক্রনের একটি প্রজাতিই XBB.1.16। যার জেরে ভারতের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণের মাত্রা বাড়ছে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে।

 

বুধবার গোটা দেশ জুড়ে সংক্রমণ ৭ হাজারে পৌঁছে গিয়েছে প্রায়। যার মধ্যে রাজধানী শহরে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা যায়।