ভারতীয় সেনা ও লাল ফৌজের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

লাদাখ, ১৬ জুন: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় (Galwan Valley) চিন-ভারতীয় সেনার সংঘর্ষে (India-China Violent Face-Off) শহিদ ভারতীয় জওয়ানের সংখ্যা বেড়ে দাঁডাল ২০। এক বিবৃতিতে জানিয়ছে ভারতীয় সেনা। ANI জানিয়েছে, ৪৩ জন চিনের সেনারও মৃত্যু হয়েছে।

বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে, "গতরাতে গালওয়ান এলাকায় ভারতীয় ও চিনা সেনারা সংঘর্ষে জড়িয়েছিল। ১৭ জন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছিলেন। পরে তাঁদের মৃত্যু হয়। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। ভারতীয় সেনা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।"আরও পড়ুন: India-China Tensions: ভারত-চিন সমস্যায় আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে দৃঢ় সংকল্প, জানাল বিদেশমন্ত্রক

এ বিষয়ে বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক (MEA) জানিয়েছে, লাদাখে একতরফাভাবে স্থিতিশীল অবস্থা পরিবর্তনের জন্য চিনের চেষ্টার ফলস্বরূপ ১৫ জুন হিংসার ঘটনা ঘটেছে। উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটেছে। চুক্তি চূড়ান্তভাবে অনুসরণ করা হলে এই ঘটনা এড়ানো যেত। আমরা সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখতে এবং আলোচনার মাধ্যমে মত-পার্থক্যের সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে দৃঢ় সংকল্প বিশ্বাসী রয়েছি। একই সঙ্গে, আমরা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্ত পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাবে আমাদের সমস্ত কার্যক্রম সর্বদা এলএসি (LAC)-র ভারতের পাশেই থাকে। আমরা চিনের পক্ষ থেকেও একই প্রত্যাশা করি।