Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৬ ডিসেম্বর: যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি চিন কিন্তু  কেন্দ্রীয় সরকার তা কোনওভবেই মানতে চাইছে না। চিন যা করছে, সরকার তা লুকোতে চাইছে। এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী আরও বলেন, যুদ্ধের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে চিন (China) কিন্তু কেন্দ্রীয় সরকার ঘুমোচ্ছে। চিনের এই পদক্ষেপের কথা কেন্দ্রীয় সরকার কোনওভাবেই কানে তুলছে না বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। চিন যেভাবে পুরোদমে ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধের তোড়জোড় শুরু করেছে, তার আঁচ পেয়েও সরকার তা লুকিয়ে রাখতে চাইছে। তবে এই সত্যি কেন্দ্রীয় সরকারে খুব বেশিদিন ভারতের মানুষের কাছ থেকে লুকিে রাখতে পারবেন না বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: India-China Clash: চিনা সেনাকে লাঠিপেটা ভারতীয় জাওয়ানদের, তাওয়াং সংঘর্ষের মাঝে ভাইরাল পুরনো ভিডিয়ো, দেখুন

গত ৯ ডিসেম্বর অরুণাচলের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Clash) ভারতীয় সেনার মুখোমুখি হয় চিনের সেনা।  পিএলএ প্রায় ৩০০ জনকে নিয়ে তাওয়াং সেক্টরে ভারতীয় সেনার উপর হামলা চালায়।  যার জেরে দুই দশেরই বেশ কয়েকজন সেনা কর্মী আহত হন বলে খবর।

৯ ডিসেম্বরের ঘটনা প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোর জল্পনা শুরু হয়।  তাওয়াং নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হলে, বিষয়টি নিয়ে সংসদে বিবৃতি প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।