H-6K bomber (Photo: Twitter)

নতুন দিল্লি, ২০ নভেম্বর: দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভারত সীমান্তে (India border) দূরপাল্লার কৌশলগত এইচ-সিক্সকে (H-6K) বোমারু বিমান মোতায়েন করেছে চিন (China)। হংকংয়ের দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। চিনের এই পদক্ষেপ উদ্বেগজনক বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে বলা হয়েছে, "১১ নভেম্বর ছিল চিনের পিপলস লিবারেশন এয়ার ফোর্সের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওইদিন চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন একটি ভিডিয়ো সম্প্রচার করেছে। যাতে পর্বতশ্রেণীর উপর দিয়ে একটি H-6K বোমারু বিমান উড়তে দেখা গিয়েছে।" প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে ভারতের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন। কারণ, ভারত বর্তমান পরিস্থিতিতে প্রথমবারের মতো সীমান্তে অত্যাধুনিক এস-৪০০ এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। আরও পড়ুন: S-400 Missile Systems: ভারতকে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করা শুরু হয়েছে: রাশিয়া

বেজিং-ভিত্তিক একটি সামরিক সূত্র বলেছে যে বোমারু বিমানগুলি সাধারণত চিনের শানসি প্রদেশে রাখা থাকে। তবে গত বছর থেকে অস্থায়ী ভিত্তিতে জিনজিয়াং লাগোয়া পশ্চিমাঞ্চলের কাশগড়ে আনা হয়েছে। এই বিমানগুলির পরিচালনার ভার চিন সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে। আর এই কমান্ডের কাছেই রয়েছে ভারতের সঙ্গে থাকা সীমান্ত সুরক্ষায় দায়িত্ব। অতীতেও চিন হিমালয় বরাবর তার দূরপাল্লার বোমারু বিমান প্রদর্শন করেছে। তবে, বর্তমান পরিস্থিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ ও অবশ্যই ভারতের জন্য একটি সতর্কতা।