কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক খালিস্তানীপন্থীদের কারণে বর্তমানে জটিল পরিস্থিতিতে রয়েছে। খালিস্তানী হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারতকে দোষী সাবস্ত্য করলেও ভারত সেই দাবি প্রত্যাখ্যান করেছে। সম্পর্কের এই অবনতির মাঝেই নিজেদের বক্তব্য জানালেন আমেরিকার পেন্টাগনের প্রাক্তন অফিসিয়াল মাইকেল রুবিন।
তিনি জানিয়েছেন ভারত ও কানাডার মধ্যে যদি কাউকে বেছে নিতে হয় তাহলে আমেরিকা ভারতকেই বেছে নেবে। কারণ ভারত কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভারতের সঙ্গে কানাডার এই মনোভাবকে পিপড়ের সঙ্গে হাতির যুদ্ধ বলে তুলনা করেন মাইকেল রুবিন।
এছাড়াও জাস্টিন ট্রুডো দীর্ঘদিন কানাডার ক্ষমতায় থাকবেন না, তিনি যখন চলে যাবেন তখন আবার নতুন করে কানাডার সঙ্গে সম্পর্ক ভালো করার কথা জানান তিনি।
হরদীপ সিং নিজ্জার খুনের পেছনে ভারতের হাত রয়েছে এমন দাবি ট্রুডো করলে তার সপক্ষে সেভাবে প্রমাণ দিতে পারেননি। এছাড়া নির্বাচনের আগে ঘরোয়া রাজনীতিতে সে ভাবে সাড়া না মেলার কারণে এই ধরনের স্থানীয় রাজনীতি শুরু করেছেন বলে জানিয়েছেন মাইকেল রুবিন ।
“If US has to choose between two friends, it will choose India”: Former Pentagon official on India-Canada row
Read @ANI Story | https://t.co/BtdmVWiJEH#MichaelRubin #India #Canada #Pentagon pic.twitter.com/3UmXANEvxu
— ANI Digital (@ani_digital) September 23, 2023