নতুন দিল্লি, ৬ নভেম্বর: দেশের ৬টি রাজ্যে ৭টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ফল প্রকাশিত হল। সবাই নিজেদের গড় ধরে রাখতে সক্ষম হল, একমাত্র কংগ্রেস ছাড়া। সবচেয়ে বেশি নজর থাকা দুই কেন্দ্রে বিজেপি-র জেতা হল না। তবে যোগী রাজ্যের জয়ে খুশি পদ্ম শিবির। ৭টি আসনের মধ্যে ৪টি-তে জয়ী বিজেপি, ১টি করে জয়ী আরজেডি, টিআরএস ও উদ্ভভ ঠাকরের শিবসেনা।
সাত কেন্দ্রের উপনির্বাচনে নোটায় বেশ ভাল ভোট পড়ল। আন্ধেরী পূর্ব কেন্দ্রে দ্বিতীয় হল নোটা। এই কেন্দ্রে অবশ্য উদ্ভব ঠাকরের শিবসেনার বিরুদ্ধে বিজেপি, একনাথ শিন্ডে সেনা, কংগ্রেস, এনসিপি সহ কোনও বড় দল প্রার্থী দেয়নি। আরও পড়ুন-
বিজেপি ধরে রাখল ওডিশার ধামনগর, বিহারের গোপালগঞ্জ , হরিয়ানার আদমপুর ও উত্তরপ্রদেশের গোলা গোকর্ণনাথ বিধানসভা আসনগুলি ধরে রাখল। তেলঙ্গনায় সরকার গড়ার স্বপ্ন দেখা বিজেপি মুনুগোড় বিধানসভা উপনির্বাচনে লড়াই করলেও টিআরএস-এর কাছে হেরে গেল। বিহারে অনেক প্রচার করেও মোকামা আসনে জিততে পারল না বিজেপি। আরজেডি-র কাছে মোকামায় হারল বিজেপি। তবে গোপালগঞ্জের প্রেস্টিজ ফাইটে জিতল বিজেপি।
এক নজরে দেশের সাত কেন্দ্রের বিধানসভা উপ-নির্বাচনের ফলাফল
১) মুনুগোড় কেন্দ্র (তেলঙ্গনা)
কে প্রভাকর (টিআরএস): ৬৭,৩৬৩
রাজাগোপাল রেড্ডি (বিজেপি): ৬২,৯২৩
টিআরএস প্রার্থী জয়ী ৪,৪৪০ ভোটে
-----------------
২) ধামনগর (ওডিশা)
সূরজ সূর্যবংশী (বিজেপি): ৫৮,৩৩২
অবন্তি দাস (বিজেডি): ৫১,৫৭৭
বিজেপি প্রার্থী জয়ী ৬৭৫৫ ভোট
বিজেপি বিধায়কের মৃত্যুর কারণে ভোট হয়েছিল
-------------
৩) আদমপুর কেন্দ্র (হরিয়ানা):
ভব্যা বিষ্ণোই (বিজেপি): ৬৭,৩৭৬
জয় প্রকাশ (কংগ্রেস): ৫১,৬৬২
কুর্দা রাম (আইএনএলডি): ৫২৪১
বিজেপি প্রার্থী জয়ী ১৫,৬৬৪ জয়ী
------------
৪) মোকামা কেন্দ্র (বিহার)
নীলম দেবী (আরজেডি):৭৯,৬৪৬
সোনম দেবী (বিজেপি): ৬২,২৩৯
নোটা: ২,৪৬৯
আরজেডি প্রার্থী জয়ী ১৭,৪০৭
--------------
৫) গোপালগঞ্জ কেন্দ্র (বিহার)
কুসুম দেবী (বিজেপি): ৭০,০৩২
মোহন প্রসাদ গুপ্ত:৬৮,২৪৩
বিজেপি প্রার্থী জয়ী
বিজেপি প্রার্থী জয়ী ১৭৯৪ ভোটের ব্যবধানে
------------------
৬) গোলা গোকর্ণনাথ বিধানসভা (উত্তরপ্রদেশ)
আমান গিরি (বিজেপি): ১,২৪,৮১০
বিনয় তিওয়ারি (এসপি): ৯০৫১২
নোটা: ১৭৭১
বিজেপি প্রার্থী জয়ী ৩৪ হাজার ২৯৮ ভোটের ব্যবধানে
বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির মৃত্যুতেই এই আসনে উপনির্বাচন হয়।
---------------
৭) আন্ধেরী পূর্ব
রুতুজা লাটকে ( উদ্ধভ ঠাকরে শিবসেনা): ৬৬,৫৩৯
নোটা: ১২,৮০৬
শিবসেনা (উদ্ভভ) প্রার্থী জয়ী ৫৩ হাজার ৭৩৩