ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। সীমান্ত পেরিয়ে ভারতের জমিতে গবাদি পশু ছেড়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে। বহরমপুরের বেঙ্গল ফ্রন্টিয়ারের ৩৫ ব্যাটেলিয়নের নিরমালচর আউট পোস্টের কাছে ঘটনাটি ঘটে।
ঘটনার সূত্রপাত ২ দেশের চাষীর বিবাদকে কেন্দ্র করে। ভারতীয় চাষীদের অভিযোগ, বাংলাদেশীরা তাদের গবাদি পশু নিয়ে ভারতের মধ্যে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছে। বিষয়টি আটকাতে গেলে চাষীদের সঙ্গে গোলমাল বাধে। তার জেরে বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কিছু মানুষ লাঠি এবং দা নিয়ে ভারতের সীমান্তে ঢুকে আক্রমন চালায় বলে অভিযোগ।এর পাশাপাশি বিএসএফের জওয়ানকে আঘাত করা এবংতাদের অস্ত্রও কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে।
ঘটনার পরপরই সীমান্তের ওপারে থাকা বিজিবিকে খবর দেয় বিএসএফ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি মিটিংও নির্ধারিত করা হয়েছে।
তবে এই প্রথম নয় এর আগেও অনেকবার সীমান্তের ওপার থেকে ভারতীয় সীমান্তে ঢুকে গবাদি পশু নিয়ে এসে ফসল নষ্ট করার অভিযোগ রয়েছে বাংলাদেশীদের বিরুদ্ধে। এই বিষয়ে বিজিবিকে নোটিশ পাঠানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
ঘটনার জেরে বিএসএফের পক্ষ থেকে রাণীতলা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এক মুখপত্রের কথায়, যখন পাচারকারী এবং অপরাধীরা নিজেদের কাজে সফল হয় না।তখনই তারা এই ধরনের কাজ করে এবং বিএসএফ জওয়ানদের আক্রমন করে।
এলাকায় উত্তেজনার জেরে সেখানে একটি পোস্ট তৈরি করেছে বিএসএফ।
Bangladeshi villagers attack BSF jawans, snatch weapons; two seriously injured
Read @ANI Story | https://t.co/ojwPEkSfVH#BSF #Bangladesh pic.twitter.com/POLVkIpsXQ
— ANI Digital (@ani_digital) February 27, 2023