INDIA Bloc Protest Against 'Discriminatory' Union Budget 2024 (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৪ জুনঃ মোদী ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ (Union Budget 2024) হয়েছে মঙ্গলবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) পেশ করা বাজেট ঘিরে বৈষম্যের অভিযোগে তুলে সরব হয়েছে বিরোধী দলগুলো। তাঁদের অভিযোগ, এনডিএ জোটের যে দুই শরিকের হাত ধরে লোকসভায় সংখ্যাগরিষ্ঠা অর্জন করে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন মোদী সেই টিডিপি (TDP) এবং জেডিইউ (JDU) সরকারে দিকে ঝুঁকে নানো হয়েছে বাজেট। অন্ধ্রপ্রদেশ এবং বিহারে একাধিক প্রকল্পের জন্যে বিপুল অঙ্কের টাকা বদাদ্দ করা হয়েছে। অথচ কেন্দ্রীয় বাজেট থেকে বঞ্চিত বিরোধীরা। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (Union Budget 2024-25) ঘিরে বৈষম্যের অভিযোগে আজ বুধবাদ সংসদ চত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট (I.N.D.I.A)। সেই লক্ষ্যে সকাল সকাল সংসদে জড়ো হন বিরোধী সাংসদেরা।

বিক্ষোভকারীদের প্রথম সারিতেই রয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। বাজেটের বিরুদ্ধে আন্দোলন ঘিরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বললেন, 'বাজেটে অন্যায় হয়েছে। কারুর সঙ্গে ন্যায় হয়নি। সবাইকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্যেই আমরা লড়ছি'।

বাজেট ঘিরে বিরোধীদের বিক্ষোভ... 

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) জানালেন, তাঁদের লড়াই কৃষকদের ফসলের নূন্যতম সহায়ক মূল্য পাইয়ে দেওয়ার জন্যে। কিন্তু বাজেটে দেখা গিয়েছে মোদী সরকার সেই এমএসপি কৃষকদের না দিয়ে জোটের শরিক দলগুলোকে দিয়েছে। তাঁর আরও অভিযোগ, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও ইউপি বাজেটে কিছুই পায়নি। উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে উত্তরপ্রদেশ থেকে বহু আসন হারিয়েছে বিজেপি। মোদীর দখলে থাকা যোগী রাজ্যের একের পর এক আসন চব্বিশে গিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের ঝুলিতে।