নয়াদিল্লিঃ ভোট পর্ব মিটেছে। কিন্তু মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের() এই ভরাডুবি যেন কিছুতেই মানতে পারছে না ইন্ডিয়া জোট( INDIA Bloc)। আর এ বার নির্বাচনে ইভিএম (EVM)কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের(Election Commission) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পথে ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই ইভিএম কারচুপির অভিযোগ তুলছিল মহা বিকাশ আগাড়ি জোট। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় নির্বাচন কমিশন। আর এরপরই সরাসরি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে ইন্ডিয়া জোট। এই বিষয়ে সোজা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করতে চলেছে ইন্ডিয়া জোটের শরিকেরা। মঙ্গলবার রাতে শরদ পাওয়াররে বাড়ির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে বলে সূত্রের খবর। মঙ্গলবার রাতে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোটের শরিকেরা। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি নেতা প্রশান্ত জগপত সহ আইনজীবী অভিষেক মনু সিংভি। প্রশান্ত জগপত সাফ জানান, ইভিএম কারচুপি নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাতে চলেছেন তাঁরা। সেই সঙ্গে নির্বাচন হওয়ার তিন দিন আগে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগও এনেছেন এনসিপি নেতা। এক কথায় মহারাষ্ট্রের বিপর্যয়ের কাঁটা যেন গলায় বিঁধেছে ইন্ডিয়া জোটের। কিছুতেই এই ফলাফল মানতে নারাজ তারা। কারচুপি না হলে ফল সম্পূর্ণ অন্যরকম হত বলেই দাবি করছেন ইন্ডিয়া জোটের প্রায় সব নেতা।
নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টের পথে ইন্ডিয়া জোট
The Opposition INDIA bloc plans to go to the Supreme Court, alleging manipulation of Electronic Voting Machines during the recent assembly election in Maharashtra. @Verma__Ishika reports | #TheBreakfastShow pic.twitter.com/sl6K8KZI5n
— NDTV (@ndtv) December 11, 2024