India Bans 119 Chinese Apps (Photo Credits: X)

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারিঃ আরও একঝাঁক চিনা অ্যাপ ভারত থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতীয় সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই মোদী সরকার গুগল প্লে স্টোর থেকে ১১৯টি চিনা অ্যাপ অপসারণের নির্দেশ দিয়েছে।

ওই সমস্ত চিনা অ্যাপগুলো জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে অভিযোগ তুলেছে মোদী সরকার। চিনা অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করতে পারে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা প্লে স্টোর থেকে পাকাপাকি ভাবে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এই প্রথম চিনের অ্যাপ ভারতে নিষিদ্ধ হচ্ছে তা নয়। ঘটনার সূত্রপাত ২০২০ সালে। প্রতিবেশী দেশ চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমাগত তলানিতে এসে দাঁড়ায়। দুই দেশের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত এলাকা। যার ফলস্বরূপ টিকটকের মতো সুপরিচিত অ্যাপ সহ ২৬৭টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করে মোদী সরকার। জাতীয় সুরক্ষা এবং গোপনীয়তার প্রশ্নে এরপর থেকে আরও চিনা অ্যাপ নিষিদ্ধ করা অব্যাহত রেখেছে ভারত।

আইনি পথে চাপানো হয়েছে নিষেধাজ্ঞাঃ

আইটি আইন 69A ব্যবহার করে চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত সরকার। তবে মজার বিষয় হল, নিষিদ্ধ অ্যাপগুলোর মধ্যে কিছু অ্যাপ সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো দেশের কোম্পানি তৈরি করেছে। ভারত সরকার ওই সমস্ত অ্যাপই এ দেশে ব্যান করেছে। যদিও ১১৯টি অ্যাপের মধ্যে ১৫টি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবুও অনেকগুলি এখনও উপলব্ধ রয়েছে।