S Jaishankar (Photo Credit: Instagram)

দিল্লি, ১৩ জানুয়ারি: এবার বাংলাদেশের (Bangladesh) রাষ্ট্রদূতকে সমন পাঠাল বিদেশ মন্ত্রক (MEA) । ঢাকা যখন ভারতের (India) রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে সময় পাঠায়  সীমান্তে নতুন করে কাঁটাতার বসানোর প্রসঙ্গ উল্লেখ করে, সেই সময় দিল্লির তরফেও বাংলাদেশের প্রতিনিধিকে সমন পাঠানো হয়। শেখ হাসনা বাংলাদেশের প্রধনমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকে ঢাকা এবং দিল্লির মাঝে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। যে আগুনে ঘৃতাহুতি দেয় ইসকন সন্ন্যাসীকে গ্রেফতার এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি নিয়ে ভারতের নজর সর্বদা রয়েছে বলে স্পষ্ট জানানো  হয় দিল্লির তরফে।

ঢাকা এবং দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হলে, রবিবার স্থানীয় সময় ৩টে নাগাদ ভারতের প্রণয় ভর্মা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের অফিসে হাজির হন। প্রণয় ভর্মার সঙ্গে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আধিকারিক জসিমউদ্দিনের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। ওই ঘটনার একদিনের মধ্যেই এবার বাংলাদেশের প্রতিনিধিকে সমন পাঠানো হয় দিল্লির তরফে।

সাউথ ব্লক ছাড়লেন বাংলাদেশের প্রতিনিধি দেখুন...