India China Direct Flight: পাঁচ বছর পর ভারত ও চিনের মধ্যে শুরু হতে চলে বিমান পরিষেবা। আর ঘুরপথে নয়, অন্য দেশে নেমে নয়। এবার সরাসরি ভারত থেকে চিনের মধ্যে শুরু হচ্ছে বানিজ্যিক বিমান পরিষেবা। শত্রুর শত্রু বন্ধ হয়। সেই ফর্মুলাতেই কি চিনকে কাছে টানার পথে নয়া দিল্লি (New Delhi)? রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়ে ভারতকে শুল্ক 'শাস্তি' দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বানিজ্যিক শত্রু চিনকে কাছে টানার কাজ শুরু করে দিল ভারত। পাঁচ বছর বন্ধ থাকার পর , ফের চিনের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা ফের শুরু করছে ভারত। যেখানে পয়লা সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়া বন্ধ করছে তাদের দিল্লি-ওয়াশিংটন 'ননস্টপ' বিমান পরিষেবা। ওয়াশিংটনের সঙ্গে ননস্টপ বিমান বন্ধের পরদিন চিনের আকাশ খুলে দিয়ে নরেন্দ্র মোদী সরকার কি ট্রাম্প প্রশাসনকে কোনও বার্তা দিচ্ছে? ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের পাল্টা কি চিনের সঙ্গে বানিজ্য বাড়ানোর প্রচ্ছন্ন হুমকি? ফিরছে "হিন্দি চিনি ভাই ভাই"স্লোগান?
সেপ্টেম্বর থেকেই শুরু হবে পরিষেবা, খুব সম্ভবত দিল্লি, মুম্বই, কলকাতা থেকে শুরু হবে
২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ ও সীমান্তে উত্তেজনার পর চিনের সঙ্গে ভারতের বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল। পাঁচ বছর সরাসরি আকাশ যোগাযোগ বন্ধ থাকার পর এবার বেজিংয়ের সঙ্গে বিমান চলাচল শুরু করছে নয়া দিল্লি। শুধু বিমান চলাচল শুরুই নয়, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়াও সরল করা হচ্ছে। সেপ্টেম্বর থেকেই ভারত-চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। চলতি মাসের শেষে সাংহাই কর্পোরেশন সংস্থার এক আন্তর্জাতিক সম্মেলনে এই বিষয়ে সরকারি ঘোষণা হতে চলেছে।
দেখুন খবরটি
India and China are set to resume direct flight connections as soon as next month, people familiar with the negotiations said, as the world’s two most populous countries seek to reset their political ties https://t.co/v4zsaHa3Vx
— Bloomberg (@business) August 12, 2025
২০২০ সালের আগে দুই দেশের আকাশে সম্পর্ক
২০২০ সালে বন্ধের আগে চিনের সঙ্গে ভারতের মধ্যে মাসে ৫০০টি সরাসরি বানিজ্যিক বিমান পরিষেবা চালু ছিল। দিল্লি, মুম্বই, কলকাতা থেকে বেজিং, সাংহাই, গোয়াংঝাউতে সরাসরি চলাচল করত বানিজ্যিক বিমান। ভারত-চিনের মধ্যে সম্পর্কের উন্নতির শুরুটা হয় কৈলাশ মানসরোবর যাত্রা শুরু দিয়ে। ভারত-চিন সীমান্ত সমস্যার কারণে পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর, চলতি বছর জুনে ফের শুরু হয়েছে কৈলাশ মানসরোবর যাত্রা। বলাই বাহুল্য সরাসরি বানিজ্যিক বিমান চলাচল করা মানেই, দুই দেশের মধ্যে ব্যবসা-বানিজ্য বাড়তে চলেছে।